১৩ বলে ২০ রান করে ফেরেন ব্রেন্ডন কিং। তবে আরেক ওপেনার বাবর আজম টিকে থাকলেন। ৪৬ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাবর।
এরপর বাকি টপ অর্ডাররা সুবিধা করতে না পারলেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে রীতিমতো ছোটোখাটো একটা টাইফুন তোলেন আফগান ব্যাটার আজমতুল্লাহ ওমরজাই। ১৫ বলে ৩২ রান করেন তিনি।
ঢাকার পক্ষে ৪ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট নেন আরাফাত সানি। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও গুনাথিলাকা।