এবার খুলনা টাইগার্সের কাছে পাত্তাই পেলো না দুর্দান্ত ঢাকা। ১৩১ রানের টার্গেট খুব সহজেই ছুঁয়েছে খুলনা। এনামুল বিজয়ের অর্ধশতক পেরোনো ইনিংস ও আফিফ হোসেনের ব্যাটে ভর করে ঢাকাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা।
রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন খুলনার ওপেনার এভিন লুইস। তারপর বিজয়কে সঙ্গ দেন আফিফ। মাঠ ছাড়ার আগে বিজয়ের সাথে ২৭ বলে ৫০ রানে জুটি গড়েন লুইস। এরপর আফিফের সাথে ৬১ বলে ৮১ রানের পার্টনারশিপ গড়েন বিজয়।
আগে সায়েম আইয়ুব ও মোহাম্মদ নাঈম শেখের ৫৪ বলে ৭৫ রানের জুটিতে সবমিলিয়ে ১৩০ রান তুলেছিল ঢাকা। নাঈমের ২১ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস। আইয়ুবের ৩৭ বলে ৩৫ রানে ধীরস্থির ইনিংসে ভর করেই খুলনাকে ১৩১ রানের টার্গেট দিতে পেরেছিল ঢাকা। দুই ওপেনারের বিদায়ের পর রীতিমতো ধস নামে ঢাকা শিবিরে। অ্যালেক্স রোজ কেবল ২১ রান তুলতে পেরেছেন। বাকিদের কেউই ১৫ রানের বেশি তুলতে পারেননি।
খুলনার হয়ে মোহাম্মদ নওয়াজ নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। মোহাম্মদ মুকিদুল হাসান ও মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুইটি করে তিন উইকেট।