ড্র করল শেখ রাসেল

0

বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীর সাথে ২-২ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

শুক্রবারের ম্যাচে শুরুতে গোল হজমের পর এগিয়েও যায় রাসেল। কিন্তু শেষ দিকে গোল পরিশোধ করে শেখ রাসেলকে জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি আবাহনী।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইকবালের গোলে এগিয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী। ফয়সাল আহমেদের গোলে ৩২ মিনিটে সমতায় ফেরে শেখ রাসেল। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উদো। 

আর ৮১ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান ফরহাদ মোনা।

অন্যদিকে গোপালগঞ্জে শেষ মুহূর্তের গোলে শেখ জামালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ জামাল। ১১ পয়েন্টে অষ্টম স্থানে মুক্তিযোদ্ধা। কুমিল্লায় রহমতগঞ্জকে ৪-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। হ্যাটট্রিক করেছেন ড্যানিয়েল কলিন্দ্রেস। ১২ ম্যাচে ২৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে আবাহনী। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। দশ পয়েন্টে নবম স্থানে রহমতগঞ্জ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here