ড্রাগন চাষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাজিমাত

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টাঙ্গাইলের সখীপুর উপজেলার মাহফুজ তালুকদারের শখের ড্রাগন বাগানই খুলে দিয়েছে বাণিজ্যিক দুয়ার। ৩৩ শতাংশ জমিতে নয় শতাধিক ড্রাগন গাছ লাগিয়ে এ বছর প্রায় দেড় লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেছে তিনি। উপজেলার কালিয়া জামাল হাঁট কুড়া এলাকায় তার ড্রাগন ফলের বাগান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী নিজ উদ্যোগে নিজস্ব জমিতে এই ড্রাগন বাগান করেছেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগানে কাঁচা ও পাকা ড্রাগন ফল ঝুলছে। বিক্রির জন্য তার মাকে নিয়ে বাগান থেকে ড্রাগন ফল তুলছে মাহফুজ। প্রতিটি ড্রাগন প্রায় দুই’শ থেকে আড়াইশ’ গ্রাম ওজনের। বাগানের পরিচর্যায় শ্রমিকের চেয়ে নিজেই সময় বেশি দেন মাহফুজ। তাকে এই কাজে সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে থাকেন তার মা রেহানা বেগম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here