ডোবায় পড়ে শিশুর মৃত্যু

0

দিনাজপুরের ঘোড়াঘাটে ডোবার পানিতে পড়ে হিমেল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। দেড় বছর বয়সী মৃত শিশু হিমেল ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের সৈকত আহমেদের ছেলে। 

স্থানীয়রা জানায়, ঘোড়াঘাটের নন্দনপুর গ্রামে সৈকত আহমেদ তার নিজ বাড়ির পাশে হাঁস পালনের জন্য একটি ডোবা খনন করেন। বুধবার তার ছেলে হিমেল খেলাধুলার এক পর্যায়ে ডোবার পানিতে পড়ে গিয়ে মারা যায়। কিন্তু শিশুটি কখন পড়ে মারা গেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। বেলা ১২টার দিকে বাড়ির লোকজন শিশুটিকে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here