ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

0

সময়টা মোটেই ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে না পারায় প্রধান কোচের পদ থেকে ডেভ হটনের সরে দাঁড়ানোর রেশ না কাটতেই এবার আরেক দুঃসংবাদ। ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে নিষিদ্দ হয়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধভেরে ও ব্র্যান্ডন মাভুটা। 

এই দুইজনকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এক বিবৃতিতে এই দুই ক্রিকেটারের শাস্তির কথা জানায় দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। 

জানা গেছে, এই দুই ক্রিকেটারের নমুনায় নিষিদ্ধ ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। যা ক্রিকেট আইনের সঙ্গে সাংঘার্ষিক। ফলে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাদের। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না মাধভেরে ও মাভুটা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here