যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট জেডি ভ্যান্স আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে বিজয়ী হন।
৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে ডেমোক্র্যাট কমলা হ্যারিস তার ভাইস প্রেসিডেন্ট পদে শেষ দায়িত্ব পালন করবেন। তিনি ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল ঘোষণা করবেন এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নাম নিশ্চিত করবেন।
এটি বিশেষভাবে স্মরণীয় কারণ, ২০২১ সালের একই দিনে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে জো বাইডেনের জয় নিশ্চিত করা থেকে বিরত রাখতে চাপ প্রয়োগ করেছিলেন। এর জেরে ট্রাম্প সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালায়, যা মার্কিন ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে।
তবে কংগ্রেস ইতোমধ্যে নির্বাচনী চ্যালেঞ্জের নিয়ম সংশোধন করেছে। এখন কোনও রাজ্যের ফলাফল চ্যালেঞ্জ করতে হলে কংগ্রেসের দুই কক্ষের এক-পঞ্চমাংশ সদস্যের সমর্থন প্রয়োজন। এর আগে মাত্র একজন সিনেটর এবং একজন প্রতিনিধি একসঙ্গে এমন চ্যালেঞ্জ উত্থাপন করতে পারতেন।
২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টায় (গ্রিনউইচ মান সময় ১৭০০) নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শপথ গ্রহণ করবেন। এদিনে ট্রাম্প চতুর্থবারের মতো ক্ষমতায় আসা প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়বেন।
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ইলেকটোরাল ভোট গণনা থেকে শুরু করে শপথ গ্রহণ পর্যন্ত প্রতিটি ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়ছে। এবার ট্রাম্প কীভাবে তার নতুন মেয়াদ শুরু করেন, তা দেখার জন্য সবাই মুখিয়ে আছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল