ডেনমার্ক ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করছে

0
ডেনমার্ক ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করছে

বিশ্বজুড়ে শিশুদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট ও বাণিজ্যিক প্রলোভনের প্রভাব ক্রমশ বেড়ে যাচ্ছে। এই উদ্বেগের প্রেক্ষিতে ডেনমার্ক সরকার এবার ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেনমার্কের নতুন আইনে বলা হয়েছে, বিশেষ মূল্যায়নের পর অভিভাবকরা চাইলে ১৩ ও ১৪ বছর বয়সী সন্তানদের সামাজিক মিডিয়া ব্যবহারের অনুমতি দিতে পারবেন। তবে এই ধরনের ব্যাপক নিষেধাজ্ঞা বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শিশু ও তরুণদের ঘুম বিঘ্নিত হচ্ছে, মনোযোগ কমছে এবং তারা এমন এক ডিজিটাল চাপের মধ্যে পড়ছে, যেখানে সবসময় প্রাপ্তবয়স্কদের উপস্থিতি নেই। মন্ত্রণালয়ের ভাষ্য, একা কোনো অভিভাবক বা শিক্ষক এই চাপ প্রতিহত করতে পারবে না।

মন্ত্রী ক্যারোলিন স্টেজ জানান, ডেনমার্কে ১৩ বছরের নিচে থাকা ৯৪ শতাংশ শিশু এবং ১০ বছরের নিচে অর্ধেকের বেশি ইতিমধ্যেই সামাজিক মিডিয়ায় প্রোফাইল খুলেছে। তিনি আরও বলেন, অনলাইনে কাটানো সময়, সহিংসতা ও আত্মহত্যার বিষয়বস্তু শিশুদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

ডিজিটাল মন্ত্রী বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিভঙ্গিকেও সমালোচনা করেন। তার মতে, তাদের কাছে অগাধ অর্থ থাকলেও শিশুদের নিরাপত্তায় বিনিয়োগ করার প্রতি আগ্রহ নেই। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না। আইন পাস হতে কয়েক মাস সময় লাগবে।

ডেনমার্কের জাতীয় ইলেকট্রনিক আইডি সিস্টেম এবং একটি নতুন অ্যাপের মাধ্যমে বয়স যাচাই প্রক্রিয়া চালু করার পরিকল্পনা চলছে। মন্ত্রী বলেন, প্রযুক্তি কোম্পানিগুলোকে বাধ্য করা যাবে না যে তারা আমাদের অ্যাপ ব্যবহার করবে, তবে কার্যকর বয়স যাচাই ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে ইউরোপীয় কমিশনের মাধ্যমে কোম্পানিকে জরিমানা করা হবে, যা তাদের বৈশ্বিক আয়ের ৬ শতাংশ পর্যন্ত হতে পারে।

মন্ত্রী ক্যারোলিন স্টেজ আরও বলেন, এই পদক্ষেপ শিশুদের ডিজিটাল জীবন থেকে বাদ দেওয়ার জন্য নয়, বরং ক্ষতিকর কনটেন্ট থেকে তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য। তিনি জানান, অন্যান্য ইউরোপীয় দেশও একই ধরনের বয়স যাচাই অ্যাপ পরীক্ষা করছে।

বিশ্বজুড়ে অনলাইন ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অস্ট্রেলিয়া ২০২৪ সালের ডিসেম্বরে শিশুদের জন্য সামাজিক মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে, যেখানে সর্বনিম্ন বয়স ধরা হয়েছে ১৬ বছর। সেখানে আইন ভঙ্গ করলে প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বোচ্চ ৫ কোটি অস্ট্রেলীয় ডলার জরিমানা ধার্য করা হয়েছে।

ডেনমার্কের এই উদ্যোগ শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here