ডেটিং সাইটে পরিচয়, তারপর প্রেম। গল্পটা এ পর্যন্ত চলছিল ঠিকঠাকই। তবে ছয় মাস না পেরুতেই সেই প্রেম বদলে গেলে বিষাদে। এক ট্রাজেডি করল ভর চারতলায়, বেলকনি থেকেই যেন ছিটকে পড়ল প্রেম। গল্পটা ভারতের বেঙ্গালুরুর। আর মেয়েটির নাম অর্চনা ধিমান। পেশায় তিনি বিমানবালা।
অর্চনার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বেঙ্গালুরুতে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় ওই নারীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর চারদিন আগেই দুবাই থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন অর্চনা।
ডেটিং সাইটে পরিচিত হওয়ার পর গত ছয় মাস ধরে প্রেম করছিলেন অর্চনা ও আদেশ। তারা মাঝে মাঝে ঝগড়াও করতেন বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা।
জিজ্ঞাসাবাদে আদেশ নিজেই এই তথ্য দিয়েছেন। তবে অর্চনা যে রাতে বেলকনি থেকে পড়ে যান, তখন তারা দুজনেই মদ্যপ ছিলেন বলে দাবি করেছেন আদেশ। তার দাবি, এসময় বেলকনি থেকে পা পিছলে পড়ে যান অর্চনা। নিকটবর্তী হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।