ডেঙ্গুতে টিকা প্রয়োগের মতো পরিস্থিতি তৈরি হয়নি : ডা. এবিএম আব্দুল্লাহ

0

ডেঙ্গু প্রতিরোধে টিকা এখনও সহজলভ্য না হয়নি জানিয় এই টিকা নিয়ে বিতর্ক থাকায় এখনো প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘সরকার থেকে এখনও ডেঙ্গুর কোনো টিকার অনুমোদন দেওয়া হয়নি। তাই এ মুহূর্তে ডেঙ্গুর কোন ভ্যাকসিন দেয়া যাবে না।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ট্রায়াল চলছে জানিয়ে তিনি বলেন, ‘সংস্থাটি অনুমোদন দিলে তারপর টিকা দেয়া হবে।’

ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘ডেঙ্গুতে মারা যাওয়া বেশির ভাগই নারী, আবার তাদের একটি বড় অংশ ছিলেন অন্তঃসত্ত্বা। তাই গর্ভবতী ও শিশুদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।’

এসময় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘টিকার বিষয়ে গবেষণার জন্য বিএসএমএমইউতে ভাইরোলজিস্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অন্যান্য দেশে যে সব টিকা তৈরি হয়েছে, মৃত্যু ঝুঁকি না থাকলে সেই সব টিকা বিএসএমএমইউতে ট্রায়াল করা হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here