ডুবো পারমাণবিক ড্রোনের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

0

উত্তর কোরিয়া তাদের একটি ডুবো পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় দেশটি এ পরীক্ষা চালাল। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ শুক্রবার এমনটি জানিয়েছে।  

উত্তর কোরিয়া ডুবো পারমাণবিক অস্ত্র ব্যবস্থাটির নাম দিয়েছে ‘হেইল-৫-২৩’। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থিংক ট্যাংক পূর্ব উপকূলে এর পরীক্ষা চালায়। তবে কবে পরীক্ষাটি চালানো হয়, প্রতিবেদনে সে সম্পর্কে কিছু বলা হয়নি। খবর রয়টার্সের।

‘হেইল’ শব্দের অর্থ হলো সুনামি। নতুন ড্রোন ব্যবস্থাটি ২০২৩ সালের মার্চে প্রথম পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে যে, পানিতে থাকা শত্রুর ওপর লুকিয়ে আক্রমণ করা এবং ডুবো বিস্ফোরণের মাধ্যমে বড় তেজস্ক্রিয় তরঙ্গ তৈরি করে নৌদল ও প্রধান আভিযানিক বন্দরগুলোকে ধ্বংস করার লক্ষ্যেই এটি তৈরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here