আগেই এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছিল ইয়েমেনের হুথি যোদ্ধারা। তবে তখন জাহাজটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি।
নৌ চলাচল পর্যবেক্ষণ করা একটি পশ্চিমা সংস্থা জানিয়েছিল, হুথির হামলার ফলে জাহাজটির জেনারেটরের জ্বালানি সরবরাহ পাইপ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। লিকেজ দেখা দিয়েছে। তবে সেই আঘাতকে খুব একটা গুরুতর করে দেখায়নি পশ্চিমা নৌ চলাচল পর্যবেক্ষণ করা সংস্থাগুলো।
এই হুথি নেতা আরো দাবি করেছেন, হামলার ফলে জাহাজটির বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির ফলে এডেন সাগরেই ডুবে যেতে পারে এটি। তবে জাহাজের নাবিকরা নিরাপদে আছেন বলেও জানিয়েছেন হুথি মুখপাত্র।
সারি আরো জানিয়েছেন, তাদের যোদ্ধারা একটি এমকিউ রিপার ড্রোন ভূপাতিত করেছে। হোদায়দাহ এলাকার আকাশসীমায় ওড়ার সময় এটিকে নিয়ন্ত্রণে নেয় হুথি যোদ্ধারা।
এই জেনারেল আরো বলেছেন, ইয়েমেনের সামরিক বাহিনী তাদের প্রতিরক্ষা ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের রক্ষার স্বার্থে যে কাউকে লক্ষ্যবস্তু করতে কোনো দ্বিধা করবে না। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত ও আরব সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে জাহাজে হামলা চলবে।