দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ডিসি-এসপিকে বদলির হুমকি দেওয়া যুবলীগের প্রেসিডিয়াম সদস্য (ঈগল প্রতীক) সেই হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া কমিশনের উপ-সচিব (আইন) আব্দুছ সালাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (০১ জানুয়ারি) লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির হুমকি দেওয়ার অভিযোগে পবনের শুনানি করে ইসি।
এদিকে রায়ের পর হাবিবুর রহমান পবন এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে তার ফেসবুক পেজে ৩টা ৫৪ মিনিটে তিনি পোস্ট করেন- ‘আমি নিরপরাধী হওয়া সত্ত্বেও ন্যায়বিচার পাইনি! আমার উপরে জুলুম করা হচ্ছে..! তবে চিন্তার কোনো কারণ নেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং থাকবো। ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী, আগামী ৩ জানুয়ারি তারিখের মধ্যেই উচ্চ আদালতের মাধ্যমে আমি আমার প্রার্থীতা ফিরিয়ে নিয়ে আসবো। আমি রামগঞ্জ এর মানুষের দোয়ায় শেষ পর্যন্ত লড়ে যাবো ইনশাআল্লাহ। আমার নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা কেউ কারো সাথে দয়া করে তর্কে জড়াবেন না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নির্বাচনি প্রচারণা বন্ধ রাখুন। সকলের প্রতি কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।’
জানতে চাইলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের দেয়া চিঠি পেয়েছি। এ বিষয়ে কমিশনের নির্দেশনার আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।