বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ওয়াশিংটন মেট্রো শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি ভার্চুয়ালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নেতা ছালেহ আহমেদ।
প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. খন্দকার মনসুর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী। পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবু সরকার।
বক্তারা সদ্য-সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ীগণের সমন্বয়ে গঠিত নতুন মন্ত্রিসভার সর্বাঙ্গিন সাফল্য এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান। নতুন সরকার তথা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ বিরোধী যে কোন অপতৎপরতা দৃঢ়তার সাথে রুখে দেয়ার সংকল্প ব্যক্ত করেন বক্তারা।
বক্তারা উল্লেখ করেন, বাহাত্তরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তনের পরই মূলত বাঙালির স্বাধীনতা পরিপূর্ণতা পায়।