সম্প্রতি নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। এক সাক্ষাৎকারে ধাওয়ান জানিয়েছেন, তার স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের থেকে আলাদা হয়ে গেছেন তিনি। বিবাহ-বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। কী কারণে এমন হল? তার উত্তর দিতে গিয়ে ধাওয়ান জানিয়েছেন, ‘রেড ফ্ল্যাগস’ প্রথমেই দেখতে পাননি তিনি!
শিখর ধাওয়ান বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে বলেছেন, ‘আমি অন্যের দিকে আঙুল তুলতে চাই না। আমি ব্যর্থ হয়েছি, কারণ আমি সেই ফিল্ড সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। ক্রিকেটের ক্ষেত্রেও তো তাই। ২০ বছর আগে আমার অভিজ্ঞতা এতটা ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ হয়ে উঠেছি।’
শিখর ধাওয়ান সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘২৬-২৭ বছর বয়সে আমার কোনও প্রেমের সম্পর্ক ছিল না। আমি খেলায় মন দিয়েছিলাম। তাই আমি যখন প্রেমে পড়ি, আমি কোনও রেড ফ্ল্যাগ দেখতে পাইনি। কিন্তু আজ যদি আমি প্রেমে পড়ি, প্রত্যেকটি সতর্কবার্তা কিন্তু আমার চোখে পড়বে।’ নতুন প্রজন্মকেও পরামর্শ দিয়েছেন তিনি। নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা যখন কোনও সম্পর্কে জড়াবেন, তখন যেন তারা আবেগে ভেসে কোনও সিদ্ধান্ত না নেন। চটজলদি বিয়ের সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শই দিয়েছেন ধাওয়ান।