বগুড়ায় সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় যুবদলের দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০), বগুড়া শহর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (৪২) এবং শহরের বৃন্দাবন পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহিন হোসেন (৩৪)।
গুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেন। জানা যায়, সারিয়াকান্দি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৬) গত ১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভা কার্যালয়ে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ইয়াসির আরাফাত নামে এক ব্যক্তির ডাকে তিনি সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ী সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে যান।
কাজ শেষে দুপুরে খাবারের উদ্দেশ্যে রওনা হলে সারিয়াকান্দি ও কুঠিবাড়ী মোড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চারজন ব্যক্তি তার পথরোধ করেন। তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে দাবি করে জোরপূর্বক মোটরসাইকেলসহ তাকে অপহরণ করে বগুড়া শহরের দিকে নিয়ে যান।
পরবর্তীতে অজ্ঞাত স্থানে তাকে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে প্রথমে ১ লাখ ৬০ হাজার টাকা এবং পরে আরও ৫০ হাজার টাকা পরিশোধ করেন। মোট ২ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় তার স্ত্রী মোছা. আনজুমান আরা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।
ডিবি পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা আগেও নিজেদের সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম বিপ্লবকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করত। পরিকল্পিতভাবেই ঘটনার দিন তাকে ফাঁদে ফেলে অপহরণ করা হয়।
ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

