ডিবি পরিচয়ে বাস থামিয়ে সাড়ে ৯ লাখ টাকা ডাকাতি

0
ডিবি পরিচয়ে বাস থামিয়ে সাড়ে ৯ লাখ টাকা ডাকাতি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনে দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে চলন্ত বাস থামিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ৯ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের ওপর এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী লিটন পাল (৪০) মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় স্বর্ণ বিক্রি করে নগদ টাকা নিয়ে নিজ এলাকায় ফিরছিলেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন পাল গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে পাচ্চরের উদ্দেশে রওনা দেন। বাসটি ছনবাড়ি ফ্লাইওভারের ওপর পৌঁছালে একটি মাইক্রোবাস সামনে এসে ব্যারিকেড দেয়। এরপর ৪-৫ জন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয়ে বাসে উঠে লিটন পালকে একটি মামলার আসামি বলে দাবি করে। পরে তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

অভিযোগে বলা হয়, মাইক্রোবাসে তুলে নিয়ে লিটন পালকে মারধর করে ডাকাতরা। এ সময় তার কাছ থেকে স্বর্ণ বিক্রির ৯ লাখ ৫২ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে ঘোরানোর পর পদ্মা সেতুর উত্তর থানার কুমারভোগ এলাকায় রাস্তার পাশে তাকে নামিয়ে দেওয়া হয়।

ঘটনার পর লিটন পাল শ্রীনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here