সম্প্রতি ‘লিস্ট এ’ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এনামুল হক বিজয়। ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) প্রথম ম্যাচে সেঞ্চুরির পরই তিনি এই কীর্তি গড়েন। গত আসরের মতো এবারও ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন ডানহাতি এই ওপেনার। সেই ধারাবাহিকতায় জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার আসরের দ্বিতীয় সেঞ্চুরির দেখাও পেলেন।
আজ (২ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা লেপার্ডসের বিপক্ষে নামে আবাহনী। সেখানে প্রথম ব্যাট করতে নেমে বিজয় করেছেন ১০৭ রান।
নির্ধারিত ওভার শেষে আবাহনী ৬ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে।