ডিজিটাল প্লাটফর্মের গুরুত্ব অটুট রাখতে তথ্য-প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধকল্পে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার বলেছেন, অনলাইন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার ঘৃণা ও মিথ্যাচারের ভয়ংকর ক্ষতি থেকে এ বিশ্বকে রক্ষায় অবশ্যই সংঘবদ্ধ পদক্ষেপ নিতে হবে গোটাবিশ্বকেই।
উদ্ভুত পরিস্থিতির আলোকে গবেষণামূলক একটি প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে মহাসচিব আরও বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের পরিপ্রেক্ষিতে অনলাইনে যে ধরনের ঘৃণামূলক বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপিত হচ্ছে-তার ফলে ইতিমধ্যেই অনেক ক্ষতি সংঘটিত হয়েছে। দিনযত যাচ্ছে হুমকির আশংকাও বেড়ে চলছে। তাই তথ্যের যথার্থতা, ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতা যাচাইয়ের অবকাশ রয়েছে তা ব্যবহারের আগে এবং এ দায়িত্বটি ব্যবহারকারিগণকেই গ্রহণ করতে হবে।