ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্ক ডিজনিল্যান্ড অনেকের কাছে বেশ পরিচিত। কল্পকাহিনীর নানা চরিত্রে ভরা এই পার্ক।
শনিবার সন্ধ্যায় ডিজনিল্যান্ডে জায়ান্ট ড্রাগন শো চলার সময়েই ‘প্রপ ড্রাগনে’ আচমকা আগুন লেগে যায়।
তবে কী কারণে ডিজনিল্যান্ডে আগুন লেগেছিল তা এখনো জানা যায়নি।
এদিন ড্রাগন শো ক্যামেরাবন্দি করছিলেন অনেক দর্শক। ফলে শোয়ের মাঝে ড্রাগনে আগুন লাগার সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।