ডিক্যাপ্রিওর ‘অল্প বয়সী’ প্রেমিকা নিয়ে উপস্থাপিকার রসিকতা

0
ডিক্যাপ্রিওর ‘অল্প বয়সী’ প্রেমিকা নিয়ে উপস্থাপিকার রসিকতা

পুরস্কার মঞ্চে সঞ্চালিকার রসিকতার পাত্র হলেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। যেখানে উপস্থাপিকা অভিনেতাকে তার ‘অল্প বয়সী’ প্রেমিকা নিয়ে অনেকটা খোঁচাই দিলেন। যদিও বিষয়টিকে মজা হিসেবেই নেন ডিক্যাপ্রিওসহ উপস্থিত অতিথিরা। 

এমনটি ঘটে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মঞ্চে। এ নিয়ে সঞ্চালক নিকি গ্লেজার দ্বিতীয়বারের মতো উপস্থাপনা করেন অনুষ্ঠানটি। শুধু ডিক্যাপ্রিও নন, এদিন তার নিশানা থেকে বাদ যাননি টিমোথি শ্যালামে, মাইকেল বি জর্ডান, শেন পেনরাও। 

ডিক্যাপ্রিওকে উদ্দেশ করে নিকি গ্লেজার বলেন, লিওনার্দো ডিক্যাপ্রিওর ক্যারিয়ার সত্যিই অবিশ্বাস্য। অসংখ্য আইকনিক চরিত্র, সব বড় পরিচালকের সঙ্গে কাজ, তিনটি গোল্ডেন গ্লোব আর একটি অস্কার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, তিনি এসব অর্জন করেছেন তার বান্ধবীর বয়স ৩০ হওয়ার আগেই!

তার এই মন্তব্যে পুরো হলজুড়ে হাসির রোল পড়ে যায়। পরে মজার ছলে ক্ষমা চেয়ে নিকি বলেন, লিও, দুঃখিত, এই জোকসটা একটু সস্তা। আমি চেষ্টা করেছিলাম না বলার। কিন্তু সত্যি বলতে, মানুষ তোমার সম্পর্কে আর কিছুই তো জানে না, একটু খোলামেলা হও!

এ সময় ডিক্যাপ্রিও হাসতে হাসতে সম্মতি জানান এবং নিকিকে থাম্বস আপ দেন।

প্রসঙ্গত, ৫১ বছর বয়সী ডিক্যাপ্রিও বর্তমানে ইতালিয়ান মডেল ভিত্তোয়ারিয়া সেরেট্টির সঙ্গে সম্পর্কে আছেন। যার বয়স ২৭ বছর। লিওনার্দো ডিক্যাপ্রিওকে সবশেষ দেখা গেছে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবিতে। এটি টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনল্যান্ড’ অবলম্বনে নির্মিত হয়েছে। পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ছবিটি সমালোচকদের দৃষ্টিতে সর্বকালের সেরার খেতাব অর্জন করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here