ডিএসইতে সূচকে মিশ্র প্রবণতা, লেনদেন ২৯৩ কোটি টাকা

0
ডিএসইতে সূচকে মিশ্র প্রবণতা, লেনদেন ২৯৩ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৪,৮২৬ দশমিক ৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১,৮৫৩ দশমিক ৫৯ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৭২ পয়েন্ট কমে ৯৯৯ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ১ লাখ ১২ হাজার ৬৬৮টি ট্রেডের মাধ্যমে মোট ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ৯ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ৩৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯৩ কোটি ২০ লাখ ৭৫ হাজার ৯২০ টাকায়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬১টির শেয়ারের দাম বেড়েছে, ১৫৭টির কমেছে এবং ৭০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here