ডিএনডি লেকে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পানিতে ডুবে সাইফুল ইসলাম আলিফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিএনডি লেকের সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউসের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। মৃত মাদ্রাসা শিক্ষার্থী সাইফুল সিদ্ধিরগঞ্জের আদমজী গ্যাসলাইন এলাকার সুমন মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশু একজন মাদ্রাসা শিক্ষার্থী। আজ সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সে তার বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। পরে পানিতে নিখোঁজের খবরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আধাঘণ্টার চেষ্টা করে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, আমি ছুটিতে আছি। তবে খবর পেয়েছি আমাদের ডুবুরি দল বাচ্চাটির মরদেহ উদ্ধার করেছে।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, সকালে গোসলে নেমে পানিতে তলিয়ে গেলেও ফায়ার সার্ভিসকে দেরিতে জানানো হয়েছিল। পরে তাদের আধাঘণ্টার চেষ্টায় বাচ্চার মরদেহ উদ্ধার করা হয়। আমাদের পুলিশ ঘটনাস্থলে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here