ডায়রিয়ায় একই গ্রামে ৩ জনের মৃত্যু

0

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তিনদিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে একই গ্রামের তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের ফজলুর হকের স্ত্রী খুকুমনি (৩৫), একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী জায়েদা বেগম (৫০) এবং আব্দুল কাদেরের স্ত্রী আফরোজা বেগম (৫০)। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে ফজলুর হকের স্ত্রী খুকুমনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে, একইদিন বিকালে জায়েদা বেগম নামে ওই গ্রামের আরো একজন ডায়রিয়া আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে ওইদিন রাতে তারও মৃত্যু হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক জানান, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। এটা মহামারি না হলেও জনগণকে সর্তক থাকতে বলা হয়েছে। এছাড়াও দড়িপাড়া গ্রামটি মেডিকেল টিমের সার্বক্ষণিক নজরদারিতে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here