‘ডানকি’ ও ‘সালার’ নিয়ে মুখোমুখি শাহরুখ-প্রভাস

0

এবার বড় বাজেটের দুই ছবি নিয়ে মুখোমুখি হচ্ছেন শাহরুখ খান ও প্রভাস। একই দিনে মুক্তি পেতে যাচ্ছে প্রশান্ত নীলের সঙ্গে প্রভাসের ‘সালার’ এবং রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের ‘ডানকি’। দু’টি সিনেমাই এর আগে মুক্তি পিছিয়েছে। তবে শেষ পর্যন্ত একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে এই বিগ বাজেটের দুই সিনেমা।

যার ফলে ভারতীয় বক্স অফিস দেখতে যাচ্ছে ইতিহাসের অন্যতম এক মহারণ! এত দিন ভিন্ন ভিন্ন গুঞ্জন থাকলেও শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালেই পাল্টে গেল যাবতীয় সব সমীকরণ। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান এক্সে (টুইটার) ‘সালার’ মুক্তির তারিখ সম্পর্কে আপডেট শেয়ার করেছেন। আগামী ২২ ডিসেম্বেরেই মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সালার’। বিরাট বাজেটের এই অ্যাকশন সিনেমার পরিচালক ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল।

এদিকে একই সময়ে দুটি বহুল প্রত্যাশিত সিনেমার মুক্তির সংবাদে ক্ষোভ প্রকাশ করছেন সিনেপ্রেমীরা। প্রভাসের এমন সিদ্ধান্তে মোটেই খুশি নন ভক্তরা। অনেকেই আবার ক্ষোভ উগরে দিয়েছেন প্রভাসের ওপর। সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য, ‘পরপর ফ্লপেও শিক্ষা হয়নি প্রভাসের!’ অনেকে বলছেন, ‘শাহরুখের এই দুর্দান্ত ফর্মে প্রভাস আরেকটা ধাক্কা খেতে যাচ্ছে।’ অবশ্য কারো কারো মতে, ‘প্রভাসের সালারের কাছে মুখ থুবড়ে পড়বে শাহরুখের ডানকি!’

প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। সূত্র : ইন্ডিয়া টুডে, নিউজ ১৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here