ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

0

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ডিবি পুলিশের নকল জ্যাকেট ও খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম। গ্রেফতারকৃতরা হলো- সাইফুল ইসলাম স্বপন (৪৯), নুর ইসলাম (৩৬), মো. রাসেল (৩৫), মো. রতন (৩৬), বাবুল হোসেন (৪৩), শাহরিয়ার মোফাজ্জল (৩১) ও মো. সালাউদ্দিন (২৭)। রবিবার (১২ মার্চ) দুপুরে পিবিআই জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পিবিআই পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের এই সদস্যরা আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতি করেছে এবং প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here