ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দারসহ ৬ জন গ্রেফতার

0

ডাকাতির প্রস্তুতিকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ানসহ ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- ডাকাত সর্দার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান, তার সহযোগী মো. তারেক দেওয়ান, মো. হোসেন মোল্লা, ফরহাদ মোল্লা, মো. আলাউদ্দিন গাজী ও মো. শাওন।

মঙ্গলবার (০৩ অক্টোবর) রাতে হিজলা থানাধীন বড় জালিয়া ইউনিয়নের বাউশিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর ইসলাম। 

ওসি আরও বলেন, গ্রেফতার ডাকাতসদস্যদের বিরুদ্ধে হিজলা থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার রুহুল আমীন ওরফে কদা দেওয়ান ১২টি মামলার আসামি। আর বাকিদের বিরুদ্ধেও হিজলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here