শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ডাংকি। পাঠান দিয়ে চলতি বছরের শুরুতে চার বছর পর বড় ধামাকা নিয়ে ফিরেছিলেন বলিউড বাদশাহ। এরপর উঠেছিল জওয়ান ঝড়। প্রথম দুটি সিনেমাই ছাড়িয়েছে হাজার কোটি রুপি আয়ের ঘর।
তবে এনডিটিভির প্রতিবেদন বলছে, প্রথম দিনে ভারত জুড়ে শাহরুখের সিনেমাটি আয় করেছে ২৮ কোটি রুপি। ডাংকিতে শাহরুখের সাথে অভিনয় করেছেন তাপসী পান্নু। আছেন ভিকি কৌশল ও বোমান ইরানি।
বছরের ব্যবসাসফল সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘পাঠান’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৫৭ কোটি রুপি। শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’ সেই সময় আয়ে ‘পাঠান’কে টপকে যায়। সিনেমাটির ভারতের মধ্যে আয় ছিল ৬৫ কোটি রুপি।
এ বছর মুক্তি পাওয়া বড় বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটি ছিল সুপারফ্লপ। সেই সিনেমাকেও প্রথম দিনের আয়ে ছাড়াতে পারেনি ‘ডাংকি’। ‘আদিপুরুষ’ মুক্তির প্রথম দিনে আয় করে ৩৭ কোটি রুপি। প্রথম দিনে আয় করা সেরা ৫০ সিনেমার তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে সিনেমাটি। সেখানে ২৩তম অবস্থানে রয়েছে শাহরুখের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ডাংকি’। সিনেমাটি গতকাল আয় করে ৩০ কোটি রুপি। এ আয়ের চেয়ে এগিয়ে রয়েছে এ বছরেই মুক্তি পাওয়া ‘গদার-২ ’, ‘টাইগার-৩’ ও ‘অ্যানিমেল’-এর মতো সিনেমা।
তবে আইএমডিবি রেটিংয়ে এগিয়ে ডাংকি। সিনেমাটির রেটিং ৭.৬। যেখানে ‘পাঠান’র রেটিং ৫.৯ এবং ‘জওয়ান’ সিনেমার রেটিং ৭।