ডাংকির আয় কতো?

0

শাহরুখ খান অভিনীত সিনেমা ডাংকি আশানুরূপ ঝড় তুলতে না পারলেও একেবারে পিছিয়ে নেই। এনডিটিভির দেওয়া হিসেব মতে, ২১তম দিনেও রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি ১.৩৫ কোটি আয় করেছে।

সবমিলিয়ে ভারতজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২২০.৭২ কোটি রুপি।

এ বছর কিং খানের তৃতীয় মুক্তিপ্রাপ্ত ছবি ডাংকি। এর আগে তার ‘পাঠান’, ‘জওয়ান’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। তাই ‘ডাংকি’কে ঘিরে শাহরুখ-প্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। তার এ ছবি সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করেছে। রাজকুমার হিরানি পরিচালিত এ ছবি মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে। চিত্রসমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘ডাংকি’।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here