‘ডাংকির’র প্রচারে বিপাক, ভক্ত ছাড়তে চাইলেন না শাহরুখের হাত!

0

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পথেই হাঁটছেন শাহরুখ খান। চলতি সপ্তাহে মুক্তি পাবে ‘ডাংকি’। এই ছবির প্রচারেও একই ছবি ধরা পড়ছে। রবিবারে দুবাইয়ে সিনেমাটির প্রচার করেন বাদশা। সেখানে এক অপ্রীতিকর ঘটনার শিকার হতে হন শাহরুখ। যদিও বলিউড বাদশাহ পরিস্থিতি সামলে নিয়েছেন।

অনুষ্ঠানের এক ফাঁকে মঞ্চ থেকে নীচে দাঁড়ানো অনুরাগীদের সঙ্গে হাত মেলাতে শুরু করেন শাহরুখ। তার পরেই তাল কাটে। সামনে থেকে সুপারস্টারের সঙ্গে হাত মেলানোর সুযোগ ছাড়তে চাননি কেউই। এক জন অনুরাগী হাত মেলানোর পর শাহরুখের হাত ছাড়তে চাননি। বিষয়টি নজরে আসতেই দ্রুত শাহরুখকে উদ্ধার করে পরিস্থিতি সামাল দেন তার ব্যক্তিগত দুই দেহরক্ষী। যদিও এই ঘটনার পরেও শাহরুখ কিন্তু অনুষ্ঠান চালিয়ে যান। উপস্থিত দর্শকদের উদ্দেশে তাকে হাত নাড়তেও দেখা যায়।

দুবাইয়ে ছবির প্রচার করতে গিয়ে ‘ডাংকি’কে নিজের জন্য তৈরি ছবি হিসেবে উল্লেখ করেছেন শাহরুখ। তিনি বলেন, ‘জওয়ান তৈরির পর মনে হল, ছবিটা নতুন প্রজন্মের কথা ভেবে তৈরি করেছি, নিজের জন্য কিছুই রাখলাম না। তার পর আমি ডাংকি করলাম।’ এই ছবিটা যে তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে নিয়েছে, সে কথাও স্পষ্ট করেছেন শাহরুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here