ডাংকি সিনেমায় শাহরুখের সাথে অভিনয় করেছেন ভিকি কুশাল। সেই সিনেমার বিষয়ে কফি উইথ করণে আলোচনা করেছেন কুশাল। জানিয়েছেন শাহরুখের সাথে অভিজ্ঞতার কথা।
রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে অভিনয় সম্পর্কে তিনি বলেন, ‘শাহরুখ খান আমাকে বলেছেন এটা তোমার বেস্ট পারফর্ম্যান্স। তিনি আরো বলেছেন এই সিনেমায় তুমি ব্যতিক্রম। তার সাথে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতার বিষয়।’
ভিকি কুশাল আরো বলেছেন, এই বয়সেও শাহরুখ খান তার শথভাগ দিয়ে যাচ্ছেন।