ডকুমেন্ট স্ক্যান করা যাবে হোয়াটসঅ্যাপেই

0

কোনো কিছু স্ক্যান করতে হলে ক্যাম স্ক্যানারসহ বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন। এখন হোয়াটসঅ্যাপেই কাজটি করতে পারবেন। অর্থাৎ যে কোনো ডকুমেন্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেই স্ক্যান করে নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘স্ক্যান ডকুমেন্ট’। এটা ব্যবহার করে স্মার্টফোনের ক্যামেরা দিয়েই সরাসরি নথিপত্র স্ক্যান করতে পারবেন ইউজাররা।

আইফোনের লেটেস্ট আইওএস আপডেটে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চলে এসেছে। ব্যবহার করছেন ইউজাররা। ধীরে ধীরে অন্যান্য অপারেটিং সিস্টেমেও এই ফিচার চালু হয়ে যাবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানা যায়নি। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কবে চালু হবে, তাও স্পষ্ট নয়।

এই ফিচার ব্যবহারের জন্য ইউজারকে কোনো চ্যাট বা গ্রুপে ডকুমেন্ট শেয়ারিং মেনু খুলে ‘স্ক্যান ডকুমেন্ট’ অপশন সিলেক্ট করতে হবে। তাহলেই ক্যামেরা চালু হয়ে যাবে। এর মাধ্যমে ইউজাররা ডকুমেন্ট স্ক্যান করতে বা ছবি তুলতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here