ঠোঁটের যত্নে ঘরেই লিপজেল তৈরি করবেন যেভাবে

0
ঠোঁটের যত্নে ঘরেই লিপজেল তৈরি করবেন যেভাবে

শীত পড়লেই ঠোঁট ফাটার সমস্যা বাড়ে। ঠান্ডা হাওয়া ও বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ঠোঁট শুকিয়ে যায়, ফেটে যায় ও জ্বালা করে। বাজারে পাওয়া রাসায়নিকযুক্ত লিপজেল এড়িয়ে চলতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন প্রাকৃতিক উপাদানে ভরপুর লিপ বাম।

যারা বাজারের কেমিকেলসমৃদ্ধ লিপজেল ব্যবহার করতে চান না, তারা ঘরেই বানিয়ে নিতে পারেন দেশি লিপজেল। 

যেভাবে বানাবেন

ছোট একটি পাত্রে সামান্য ঘি গলিয়ে নিন। তাতে মেশান অ্যালোভেরা জেল, ভিটামিন ই তেল ও পছন্দের কোনো এসেনশিয়াল অয়েল।  মিশ্রণটি ঠান্ডা হয়ে মসৃণ হলে ছোট কৌটোতে রেখে দিন। এই প্রাকৃতিক লিপ বাম ঠোঁটকে ময়েশ্চারাইজ করবে, ফাটা ঠোঁট সারাবে ও শীতের রুক্ষতা থেকে রক্ষা করবে। 

বিশেষজ্ঞরা বলছেন, শীতে বাইরে বের হলে মুখ ঢেকে রাখুন এবং মাস্ক বা রুমাল দিয়ে ঠোঁটকে ঠান্ডা বাতাসের সংস্পর্শ থেকে বাঁচান। দিনে চার থেকে পাঁচবার লিপ বাম লাগানো এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here