ঠাকুরগাঁও হাসপাতাল থেকে চুরি হওয়া সেই শিশু গাজীপুরে উদ্ধার

0

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু সায়ানকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (১১ মার্চ) রাতে শিশুটিকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, “শিশুটি হারিয়ে যাওয়ার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। সারা দেশে বিভিন্ন স্তরের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। রাতে গাজীপুরের একটি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় ৩ থেকে ৪ জন আটক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আটকের বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হয়নি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

এর আগে, গত রবিবার শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় সায়ানকে। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়ে যায়।

অচেনা নারীর সাথে সখ্য, হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি

শিশুর বাবা শিমুল ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেন। এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ ও র‌্যাব।

পুলিশ জানায়, শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here