ঠাকুরগাঁওয়ে ৪০ শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ

0

ঠাকুরগাঁওয়ে দাখিল ২০২৩ পরীক্ষায় তিনটি মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীকে মূল খাতার রুপ পরিবর্তন করে ফেল করানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে পৌরশহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।

জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর (আর), এফ এস দাখিল মাদ্রাসা, বাংলাগড় দাখিল মাদ্রাসা ও হোসেনগাঁও দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পক্ষে বোর্ড চ্যালেঞ্জ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা খুব ভালো পরীক্ষা দিয়েছি। এভাবে ফেল করার মতো আমরা পরীক্ষা দেইনি। পরীক্ষা কেন্দ্রে যারা দায়িত্বে ছিল তারা আমাদের ফেল করিয়ে দিয়ে আমাদের জীবনগুলো ধ্বংস করে দিলো। আমরা এখন বাইরে মুখ দেখাতে পারি না। আমরা সকলেই আমাদের প্রকৃত ফলাফল চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাগড় দাখিল মাদ্রাসার সহ-সুপার আজিজুল হক, হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সুপার নিজাম উদ্দিন ও ভুক্তোভোগী শিক্ষার্থীরাসহ অভিভাবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here