প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ২শ দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। শনিবার বিকেলে হরিপুর উপজেলার ভোপলাপুকুর আশ্রয়ণ প্রকল্পে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহারে ছিল, দশ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি সেমাই, এক কেজি চিনি, এক লিটার সোয়াবিন তেল, দুই কেজি আলু, লবণ, মশলা। ঈদের আগে হাতে ঈদ উপহার পেয়ে খুশি সকলেই।