ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু

0

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত দাবদাহের কারণে হিট স্ট্রোকে লতিফা বেগম (৪০) নামে এক বিধবা নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। 

বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ৪০ দিনের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের কাজ পায় তার দেবর ইলিয়াস। সোমবার সকালে দেবরের পরিবর্তে শ্রমিক হিসেবে কাজে আসেন ল‌তিফা বেগম। এ সময় একটি মাটির রাস্তা সংস্কারে মা‌টি কাটার কাজ কর‌ছিলেন তি‌নি। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার প‌থে তি‌নি মারা যান। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা নুর নেওয়াজ আহমদ। তিনি বলেন, তীব্র তাপপ্রবাহে তিনি মাটি কাটার কাজ করছিলেন৷ ধারণ করা হচ্ছে তাপপ্রবাহ সহ্য না হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্ট্রোক করেন। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান৷ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here