আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় ঐতিহাসিক মহাসমাবেশ সফল করতে ঠাকুরগাঁওয়ে শুভেচ্ছা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বির নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
পড়ে বিভিন্ন সাধারণ জনগণের মাঝে রংপুরে শেখ হাসিনার মহাসমাবেশ বিষয়ে অবগত করে লিফলেট বিতরণ করা হয়। এসময় সাবেক ছাত্রনেতা নূরুজ্জামান, রাসেদ, আল-আমিন, বাপ্পি, তুহিন, সুমন, সবুজ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভপতি সাদ্দাম হোসেনের নির্দেশক্রমে আমরা মাঠে নেমেছি প্রচারণায়। আমরা রংপুরে প্রধানমন্ত্রীর সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবো। এরই লক্ষে আমরা শুভেচ্ছা মিছিলসহ সাধারণ মানুষের মাসে সেই অনুষ্ঠানের প্রচারণা হিসেবে লিফলেট বিতরণ করেছি।