ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণ

0
ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

উক্ত প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সপ্তাহে দুইদিন এই প্রশিক্ষণ করা হবে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন আনিসুজ্জামান।

এদিকে জেলায় প্রথমবারের মতো সাঁতার প্রশিক্ষণের আয়োজন করায় খুশি স্থানীয়রা।

উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, এ প্রশিক্ষণ বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। সকল মানুষের সাঁতার জানা দরকার। নিজেকে নিরাপদে রাখার জন্য এটি সময়োপযোগী প্রশিক্ষণ। এ ধরণের প্রশিক্ষণ দক্ষ ও সাহসী সাঁতারু গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here