ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি

0

‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান’ এই স্লোগানে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের আয়োজনে সোমবার বেলা ১১টায় থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

সেখানে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়ার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, মাওলানা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নগেন পাল, খ্রিস্টান সভাপতি পাহিলট মাথনী, সঞ্চালনায় ছিলেন ইন্সপেক্টর তদন্ত শরিফুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here