ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তফা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গোগর-সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কের বৈরচুনা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা উপজেলার বৈরচুনা গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মোস্তফা ও ইসাহাক মোটরসাইকেল যোগে সেতাবগঞ্জ থেকে বৈরচুনা আসছিলেন। এসময় অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোস্তফা ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালক ইসাহাক। তাকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here