ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বিলুপ্তপ্রায় নীলগাই আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে উপজেলার পাড়িয়া ইউনিয়নের ফকিরভিটা নামক এলাকায় প্রায় দুই ঘণ্টার চেষ্টা করে এলাকাবাসীকে সাথে নিয়ে নীলগাইটিকে ধরতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, দুপুর একটায় শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীলগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে কান্তিভিটা বিওপির টহল দল সেখানে গিয়ে খোঁজ শুরু করে। এলাকাবাসীর সহায়তায় বিকাল আনুমানিক তিনটায় নীলগাইটি ধরতে পারে। বর্তমানে কান্তিভিটা বিওপিতে সেটিকে রাখা হয়েছে।