ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ। ১২০ বোতল ফেন্সিডিল, ৩৫০ গ্রাম শুকনো গাঁজা এবং ৭০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ ৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।