ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বৃহস্পতিবার রাত ১১টায় শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’এর সভানেত্রী প্রিয়াংকা অধিকারী।
এসময় জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, সদর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান পুনাকের সভানেত্রী।