ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঠাকুরগাঁওয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বিষয়ক উপস্থাপনা করেন শিক্ষার্থীরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন নাহারের সভাপতিত্বে পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার, পৌরসভার প্রশাসক ও উপ-পরিচালক (স্থানীয় সরকার) সরদার মোস্তফা শাহিন প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here