ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।
এর আগে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ঝিকড়া (দলুয়া) গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হারুন অর রশীদের বাসায় অভিযান পরিচালনা করে হারুন অর রশীদ ও আবু সাইদকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।