নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে আদালত প্রাঙ্গণে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, জেলা লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ এর চেয়ারম্যান জামাল হোসেন।
এসময় ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম দায়রা জর্জ লুৎফর রহমান সহ লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।
দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান, চক্ষু পীরক্ষা, ডায়বেটিস পরীক্ষা করা হয়। এবারের স্লোগান/প্রতিপাদ্য হলো-‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।