ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ১৮টি পরিবারের মাঝে নগত ৫ হাজার টাকা ও কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাম্মদপুর বালিয়াহাট এলাকায় এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।
এ সময় প্রতিটি পরিবারের মাঝে নগত ৫ হাজার টাকা, তিনটি করে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মোস্তাকসহ অনেকে উপস্থিত ছিলেন।