ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

0

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও রাণীশংকৈল উপজেলার নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি অসাধু প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবি করছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, রাণীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টি আমাকে অবগত করে বলেছেন যে, জেলা প্রশাসক ও নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করছে একটি প্রতারক চক্র। তাই সকলকে সতর্ক থাকার জন্য আমরা জানিয়েছি এবং এ বিষয়ে সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকেও একটি সতর্কবার্তা পোস্ট করা হয়েছে। আমরা জেলা প্রশাসন খোঁজ নিচ্ছি ও বিষয়টি তদন্ত করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here