ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘দেয়ালের দেশ’ সিনেমার টিজার ও গান ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার ঈদ সামনে রেখে শেষ সময়ে এলো ছবির ট্রেলার। এক মিনিট ৫৮ সেকেন্ডের ট্রেলার জুড়ে জনপ্রিয় তারকা শরীফুল রাজ ও বুবলীর রসায়ন যেন আরও কৌতূহল বাড়ালো।
শনিবার টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পেয়েছে ট্রেলারটি। একই সঙ্গে রাজ-বুবলী ও নির্মাতার ওয়ালে এটি প্রকাশ করা হয়েছে। রহস্যময় এই ট্রেলার মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীদের। চরিত্রায়নে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে রাজ-বুবলীকে, যা জুটি হিসেবে তাদের এই প্রথম ছবির ট্রেলারে প্রশংসা কুড়াচ্ছে।